কালের স্বাক্ষী বহনকারী আবাতীয়া নদীর তীরে গড়ে উঠা নিলখী ইউনিয়নটি একটি ঐতিহ্যবাহী অঞ্চল ।কাল পরিক্রমায় আজ নিলখী ইউনিয়ন এর শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৬নং নিলখী ইউনিয়ন পরিষদ।
খ) লোকসংখ্যা – ২২৯৮০জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৬টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৭০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –আব্দুল মান্নান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঢ) গ্রাম সমূহের নাম –
১। মধ্যকান্দি
২। ভবানীপুর
৩। ওপারচর
৪। উলুকান্দি
৫। বাবরকান্দি
৬। চম্পকনগর
৭। ইটাভরা
৭। ইটাভরা(কান্দারহাটি)
৮। নিলখী পঃ-
৯। নিলখী পুর্ব-
১০। মিরাশ-
১১। নিলখী আড়ং হাটি
১২। পিরোজপুর
১৩া লালবাগ
১৪। শ্যামনগর
১৫। অযোধ্যানগর
১৬। উবদি
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস